বিশ্বাস
লিখেছেন লিখেছেন শেখ সাদী ২৭ আগস্ট, ২০১৩, ০৭:২৫:৪৫ সকাল
কখনো কি আকাশ দেখ
নাকি সময় পাও না ।
কখনো কি বৃষ্টিতে ভিজো
নাকি ইচ্ছা করে না ।
কখনো কি তাঁরা দেখ
নাকি মনে পড়ে না ।
কখনো কি স্বপ্ন দেখ
নাকি আসা জাগে না ।
কখনো কি ফুল দেখ
নাকি কাছে যাও না ।
কখনো কি স্রস্তাকে ভাবো
নাকি বিশ্বাস হয় না ।
বিষয়: সাহিত্য
১৪৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন